পুরুলিয়া জেলা পুলিশের একটি উদ্যোগ "প্রাপ্তি"

পুরুলিয়া জেলা পুলিশের একটি উদ্যোগ - ' প্রাপ্তি ', যেটি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়ার একটি নিরলস, নিরন্তর প্রয়াস। এই প্রচেষ্টার  ফলস্বরূপ, বিগত কিছু কয়েক মাসে জেলা পুলিশ ৭০১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। গতকাল পুলিশ লাইনস কনফারেন্স হলে, আনুষ্ঠানিক ভাবে ' প্রাপ্তি ' - এর অংশ হিসাবে, উদ্ধার হওয়া, ১০ টি হারানো মোবাইল ফোন সংশ্লিষ্ট ব্যাক্তিদের হাতে তুলে দেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জী, আই.পি.এস মহাশয়। উদ্ধার হওয়া বাকি ফোনগুলি স্থানীয় থানার মাধ্যমে সংশ্লিষ্ট মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।  
 
Previous Post Next Post

نموذج الاتصال