অমরেশ দত্ত, মানবাজার:আবারও মানবিক মুখ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারের। নিজের বাইকে করে এক অসুস্থ মহিলাকে মানবাজার হাসপাতালে পৌঁছালেন মানবাজার থানার সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের রাজাবাগান গ্রামের এক মহিলা ক্ষেতে কাজ করার সময় তার পায়ে কামড়ানোর অনুভব করেন তিনি।ওই রাস্তা দিয়েই পার হচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল।অ্যাম্বুলেন্স আসতে দেরি দেখে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও তিনি নিজের বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান অসুস্থ মহিলাকে।জানা যায়, এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সুস্থ আছেন। স্থানীয় মানুষজন সিভিকের এই মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ।বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মানবাজার পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ার অপু কোটালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
Tags
Local