স্কুলের শ্রেণী কক্ষে থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ

নিজস্ব সংবাদদাতা,মানবাজার: পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের অন্তর্গত বেঞ্চাবনি গ্রামের বেঞ্চাবনী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার স্কুল চলাকালীন স্কুলের এক ছাত্র দেখতে পায় সাপটিকে। এরপর ছাত্রটি বিদ্যালয়ের শিক্ষককে জানালে, স্কুলের পক্ষ থেকে বনদপ্তরের খবর দিলে মানবাজার রেঞ্জের বন আধিকারিকেরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে গোখরো সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়,সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Previous Post Next Post

نموذج الاتصال