সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ৬০টি মহরম কমিটির নিয়ে বৈঠক জেলা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ৬০টি মহরম কমিটির নিয়ে বৈঠক জেলা পুলিশের।পুরুলিয়া মফস্বল থানার ষাটটি মহরম কমিটির উদ্যোক্তাদের নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সমন্বয় বৈঠক ক্ষণিকা পুলিশ আবাসনে।চলতি সপ্তাহের ১৭ তারিখে মহরম উৎসবে মেতে উঠবেন গোটা দেশের বাসিন্দারা।ইসলাম ধর্মালম্বী মানুষদের পাশাপাশি পুরুলিয়া জেলার মানুষেরাও সামিল হবেন এই উৎসবে।যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সজাগ থাকবেন পুলিশ কর্মীরা।পাশাপাশি মহরম উৎসব যাতে শান্তি শৃঙ্খলাভাবে পালিত হয় সে বিষয়ে গত বৃহস্পতিবার মহরম কমিটির উদ্যোক্তাদের নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সমন্বয়এ বৈঠক  হল ক্ষণিকা পুলিশ আবাসনে।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি,আইসি মফস্বল থানা, পুরুলিয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, পুরুলিয়া ১নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, পুরুলিয়া মফস্বল থানার পুলিশ আধিকারিকেরা।
Previous Post Next Post

نموذج الاتصال