আজ থেকে শুরু রৌপ্যকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট

অমরেশ দত্ত, মানবাজার:আজ বুধবার আমরা কজন কমিটির পরিচালনায় মানবাজার হাইস্কুল মাঠে আয়োজিত হল রৌপ্যকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয় প্রগতি সংঘ ও আরসিএম ক্লাব। এদিন আরসিএম ক্লাবকে হারিয়ে জয়ী হয় প্রগতি সংঘ। এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত, মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র, বিশিষ্ট ক্রীড়াবিদ রাজা দত্ত সহ বিশিষ্ট জনেরা।
Previous Post Next Post

نموذج الاتصال