অমরেশ দত্ত, মানবাজার:আজ বুধবার আমরা কজন কমিটির পরিচালনায় মানবাজার হাইস্কুল মাঠে আয়োজিত হল রৌপ্যকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয় প্রগতি সংঘ ও আরসিএম ক্লাব। এদিন আরসিএম ক্লাবকে হারিয়ে জয়ী হয় প্রগতি সংঘ। এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত, মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র, বিশিষ্ট ক্রীড়াবিদ রাজা দত্ত সহ বিশিষ্ট জনেরা।
Tags
Local