অমরেশ দত্ত, মানবাজার: বর্তমানে বেকার যুবক - যুবতীরা কর্ম সংস্থানের জন্য লড়াই করছে, মূলত এরকম পরিস্থিতিতে আজ শুক্রবার মানবাজার গভর্নমেন্ট আই টি আই ক্যাম্পাসে আয়োজিত হলো প্লেসমেন্ট ড্রাইভ। এদিনের প্লেসমেন্ট ড্রাইভে অন্যান্য আইটিআই, পলিটেকনিক থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসিং এ অংশগ্রহন করে। এদিন শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।মূলত মানবাজার গভর্নমেন্ট আই টি আই কলেজের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকে।কলেজের প্রিন্সিপাল মিলন মন্ডল এবিষয়ে জানান, মূলত যুবক - যুবতীদের কর্মমূখী করে তোলার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।পাশাপাশি এদিন উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
Tags
Social