অমরেশ দত্ত, পুঞ্চা:বাগ্দা গ্রামে হরিমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মহা সমারোহে শুরু হল বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার বাগ্দা সার্বজনীন হরিমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠিত হলো কলস যাত্রা। এদিন ১০৮ জন গ্রামের মেয়েরা জল নিয়ে সারিবদ্ধভাবে হরিমন্দির প্রাঙ্গনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, সেই জলে মন্দিরে প্রান প্রতিষ্ঠা করা হয়। সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষজন।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলবে তিন দিন ধরে। এই উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর-দুরান্ত থেকে মেলা প্রাঙ্গনে সমাগম ঘটে অসংখ্য দর্শনার্থী,পুণ্যার্থী ও ভক্তদের। পাশাপাশি আয়োজিত হয় নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণ। নরনারায়ণ সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহস্রাধিক মানুষজন। এদিন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গোটা গ্রাম জুড়ে উৎসবের চেহারা নেয়, এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।
Tags
Social