লক্ষ্য স্বনির্ভরতা, মহিলাদের জুট প্রশিক্ষণ শিবির মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:মহিলাদের স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিশরী গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং আইসিএআর নিনফিটের সহায়তায় জুট হ্যান্ডিক্রাফটের উপর আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। দশ দিনের শিবিরে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দেওয়া হল। মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বর্নিভর করে তোলার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে পাটজাত বিভিন্ন দ্রব্য তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
পাশাপাশি এদিন প্রত্যেক প্রশিক্ষনার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো।এদিন উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও বিজ্ঞানী ড: সমীর বরণ রায়, মানবাজার মহকুমা শাসক মোহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি,সহকারি সভাপতি দিলীপ পাত্র,বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা, মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা, মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র,গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র সহ বিশিষ্টজনেরা।
Previous Post Next Post

نموذج الاتصال