অমরেশ দত্ত, মানবাজার: আজ রবিবার আমরা কজন কমিটির পরিচালনায় মানবাজার হাইস্কুল মাঠে আয়োজিত হল রৌপ্যকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কিশোর সংঘ ও আজাদ হিন্দ ক্লাব। এদিন আট উইকেটে জয়ী হয় কিশোর সংঘ। প্রথমে ব্যাট করে ১৭১ রান করে আজাদ হিন্দ ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কিশোর সংঘ।কিশোর সংঘের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন রাজু কুন্ডু। তিনি শেষ পর্যন্ত ৯৬ রানে অপরাজিত থাকেন।এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ম্যান অফ দ্যা ম্যাচ হন রাজু কুন্ডু, ম্যান অব দ্যা সিরিজ হন শুভাশিস দাস। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র সহ বিশিষ্ট জনেরা।কিশোর সংঘের অধিনায়ক মিলন দত্ত বলেন, ধারাবাহিক ভাবে আমরা ভালো খেলে থাকি, কিন্তু বড় ম্যাচে আমাদের কিছু ভুল ত্রুটির জন্য অনেক বার ফাইনালে উঠলেও রৌপ্যকাপ জেতা হয়নি।কিন্তু আজ আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়েছি, রাজু খুব ভালো খেলেছে এবং ওর শেষ পর্যন্ত ইনিংসটা জয়ের পথ সহজ করেছে।
Tags
Sports